সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযান চালিয়ে চিনি চোরাচালানের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা বিভাগ ও জৈন্তাপুর থানা পুলিশ।
একই সঙ্গে চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাকও জব্দ করা হয়।
সিলেট জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, শনিবার (১৩ জুলাই) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চিনি ভর্তি দুটি ট্রাক আটক করা হয়।
ট্রাকগুলো তল্লাশি করে মোট ৪৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৪৯ কেজি চিনি হিসাবে ৪৮০ বস্তায় ২৩ হাজার ৫২০ কেজি চিনির মূল্য ২৮ লাখ ২২ হাজার ৪০০ টাকা।
এ সময় চোরাই চিনি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে শনিবার ভোরের দিকে জৈন্তাপুর থানা পুলিশ ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়িতে পাওয়া ৩১৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসময় ২ জনকে গ্রেপ্তার করা হয়।
৩১৫ বস্তার প্রতিটিতে ৪৯ কেজি হিসাবে ১৫ হাজার ৪৩৫ কেজি চিনির মূল্য ১৮ লাখ ৫২ হাজার ২০০ টাকা।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট থানার ভুলুয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৪৭) ও পটুয়াখালির গলাচিপা থানার তাপালবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে মো. আলীম (৪৫)।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে কামরুল ইসলামসহ (৪৭) ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার ২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জৈন্তাপুর থানা পুলিশ।
৭৯৫ বস্তা চোরাই চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
——ইউএনবি
আরও পড়ুন
হত্যাকাণ্ডের ২৬ বছর পর ২৬ আসামির যাবজ্জীবন
ছাত্র-জনতা আন্দোলনের সুফল পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নৌপ্রধানের
ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা