জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে বণার্ঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে বাধ্যযন্ত্রের তালে তালে সিলেটের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় তিনি বলেন, সরকার প্রতিন্ধদীদের গুরুত্ব দিচ্ছে বলে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। তবে এখন সাধারণ মানুষকে সচেতন করতে হবে। প্রতিবন্ধীদের শুধু সহানুভূতি নয়, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রতিবন্ধীদের হেয়ারিং এইড, স্মার্ট চুরি ও হুইল চেয়ার হাতে তুলে দেওয়া হয়৷
আরও পড়ুন
রাজধানীতে কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতে ফি বাড়িয়েছে ডিএনসিসি
৩০০ বছরের ইতিহাস বহন করছে সিলেটের সেই ‘পুল’ !
ফটিকছড়িতে চাষ হচ্ছে বিশাল আকৃতির জাপানি মুলা