July 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 12:30 pm

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ পালিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সিলেটে দিবসটি পালন হয়।
সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।