September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 8:12 pm

সিলেটে বিসিকের আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
‘D2R’ প্রোগ্রামের আওতাভুক্ত বিসিকের উদ্ভাবনী উদ্যোগ ক্ষুদ্র ও কুটির শিল্পের এওঝ ভিত্তিক অনলাইন ডাটাবেজ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সিলেট জেলার প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ এর লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন বিসিক জেলা কার্যালয়ের ডিজিএম ম. সুহেল হাওলাদার।
আলোচনা সভার সভাপতি সিলেট এর সুযোগ্য জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বিসিকের এই অনলাইন ভিত্তিক ডাটাবেইজ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত আলোচনা সভায় সিলেট জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগন, জেলা ও মহানগর পুলিশের প্রতিনিধি, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি এবং সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।