October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 7:33 pm

সিলেটে ভারতের হ্যাটট্রিক জয়

অনলাইন ডেস্ক :

এবার বাংলাদেশে বসেছে নারী এশিয়া কাপের আসর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। করে ফেলেছে জয়ের হ্যাটট্রিকও। মঙ্গলবার (৪ঠা অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা। ভারতের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ৭৪ রান তুলতে সমর্থ হয় আমিরাত। ভারতের বোলারদের তোপে কবিশা এগোদাগে (৩০) ও খুশি শর্মা (২৯) ছাড়া কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ভারতের পক্ষে রাজেশ্বরী গায়কোয়াড় ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এর আগে দ্বীপ্তি শর্মার ৪৯ বলে ৬৪ ও জেমিমা রদ্রিগেজের ৪৫ বলে ৭৫ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট ভারতের। পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে এখন তারাই।