এস,এ শফি, সিলেট:
সিলেট নগর ও এর আশপাশের এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস। ৫ সেপ্টেম্বর রোববার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শ্যামল মিত্রের নেতৃত্বে চালানো এই অভিযানে সহযোগিতা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে শ্যামল মিত্র জানান, বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান সারা সিলেট জুড়ে অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, বেশ কয়েকদিন থেকেই তাদের কাছে অভিযোগ আসছিল এসব বাজারে নকল পণ্য বিক্রি করা হচ্ছে সে অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরে মোবাইল কোট চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানে নকল পণ্য পাওয়া যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদ- দেয়া হয়।
সিলেটে ভেজাল বিরোধী অভিযান: ভোক্তা অধিকার আইনে জরিমানা

আরও পড়ুন
টানা বৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজের ব্যাপক ক্ষতি
বগুড়ায় গানের তালে তালে গরুর ‘র্যাম্প শো’
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস