October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 6:55 pm

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর বাগবাড়িতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাগবাড়ি এলাকার নবাব রোডে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম হৃদয় (২৫)। তিনি বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল দুটিকে জব্দ করা হয়েছে এবং নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে আটকের জন্য অভিযান চলছে।