September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 7:30 pm

সিলেটে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৬

সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু’টি যানবাহনই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশার চালক ও নারীসহ ৪ যাত্রী নিহত হন। এছাড়া আরও ৩ জন আহত হন।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি আরও জানান যে নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কাজী আমির উদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাসিন্দা এবং পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

—-ইউএনবি