November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 7th, 2022, 3:03 pm

সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরী এবং সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আড়াইশ’ অসহায় পরিবারের মাঝে ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে ইউনিট সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল এর সভাপতিত্বে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাবেক যুব প্রধান মো. নাজিম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সদস্য মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সুয়েব আহমদ, ড্যানিশ রেড ক্রসের প্রতিনিধি মিস লিয়া, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সহ সভাপতি দুলাল হোসেন, সেক্রেটারি আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীন সদস্য আতিকুর রহমান নগরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল আহমদ শিপু।
এদিকে একইদিন দুপুরে জালালাবাদ ইউনিয়নে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান (রক্ত) বদরুল আজাদ শুভ, কার্যকরী সদস্য মুসাদ্দিক চৌধুরী সুমেল, যুব সদস্য সুমিত অধিকারী, মাজহারুজ্জামান খান, সুলতান আহমদ, সুমি আক্তার প্রমুখ।