October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 6:50 pm

সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট-তামাবিল মহাসড়কের মেজরটিলায় লেগুনার ধাক্কায় দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন।
১৩ আগস্ট শনিবার রাত সাড়ে ১০ টায় নগরীর মেজরটিলা এলাকার শ্যামলী আবাসিক এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হজরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ওই অধ্যক্ষকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানীতে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন- ঘটনার পর থেকেই আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই-বাচাই করে ঘাতক লেগুনা ও তার ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।