সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক দশমিক ১৬ কেজি ওজনের একটি সোনার বারসহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাস্টমস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আটক মইনুল ইসলাম শাকিল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, আজ সকালে মইনুল দুবাই থেকে আসেন। গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাকে তল্লাশির জন্য থামানো হয়।
তিনি বলেন, ‘আমরা তার ব্যাগে লুকানো সোনার বার পেয়েছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।’
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিন ভাইয়ের মৃত্যু
টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক