October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 28th, 2022, 6:56 pm

সিলেট রেডক্রিসেন্টের উদ্যোগে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিভিন্ন মহামারী ও দুর্যোগ থেকে বাঁচতে হলে সমাজের সকল স্তরের মানুষকে প্রস্ততি নিতে হবে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ কমিউনিটি পর্যায়ের অংশগ্রহণ ও তাদের দায়বদ্ধতা বাড়াতে পারলে বিপদ কাটিয়ে উঠা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগ হলে পরিবার থেকে সে দূর্যোগ কাঠিয়ে উঠার সম্মক ধারনা থাকতে হবে বিপর্যয়কে সচেতনতার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। সবাইকে সচেতন ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগীতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৫টি ওয়ার্ডে বাস্তবায়নাধীন পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ (পিপিপি) শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে গত সোমবার (২৮ নভেম্বর) সকালে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হোটেল গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উপ পরিচালক আব্দুস সালাম ও প্রোগ্রাম অফিসার নাজিম খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটেড কার্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমেদ, মোঃ মজির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক স্বাস্থ্য ডা. নাহিদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বক্তব্য তুলে ধরেন পিপিপি প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মহিউদ্দিন, ডা.আরিফা হাসনাত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: আবুল কালাম আজাদ, কাউন্সিলর এডভোকেট রুকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর রেবেকা আক্তার লাকি, কাউন্সিলর মাসুদা সুলতানা, ড্যানিশ রেড ক্রসের প্রজেক্ট ডেলিগেট এলেক্স সিম্বা, ইউনিসেফের প্রতিনিধি ডা. নবজ্যোতি দেব, ডবিøউ এইচ ও প্রতিনিধি ডা. মোঃ ফজলুল কাদের, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটির যুব প্রধান পলাশ গুণ, উপ যুব প্রধান ১ লাবিব ইয়াসির, উপ যুব প্রদান ২ বদরুল আযাদ শুভ, বিভাগীয় প্রধান সাংগঠনিক আমিনা আহমেদ প্রমুখ।