জেলা প্রতিনিধি, সিলেট :
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দলের যারা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় এক মেয়র প্রার্থী, ৪ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ ৩৮ জন কাউন্সিলর প্রার্থীকে বহিষ্কার করে বিএনপি।
বুধবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বহিষ্কৃতদের মধ্যে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৮ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৮ সাধারণ কাউন্সিলরের মধ্যে ৫ জন বর্তমান কাউন্সিলর।
বিএনপির বহিষ্কৃতদের মধ্যে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী (ঝুড়ি প্রতীক ), ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম (লাটিম প্রতীক), ১৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম (ঠেলাগাড়ি প্রতীক), ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান (মিষ্টি কুমড়া), ২১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল রকিব তুহিন (লাটিম প্রতীক), ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন (ট্রাক্টর প্রতীক), ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন নাদিম (টিফিন ক্যারিয়ার), ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন (রেডিও প্রতীক)।
আরও পড়ুন
জুলাই-আগস্ট বিদ্রোহে ৮৭৫ জন শহীদের মধ্যে ৪২২ জনই বিএনপির: ফখরুল
সাভারে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতা নাঈমকে হত্যাচেষ্টার অভিযোগ
বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা: সেলিমা রহমান