জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন।
তিনি ১৪ই মে শনিবার দুপুরে কুচাই, তৈয়ব কামাল, শেখপাড়া, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনসাধারণ কে সচেতন ও সহযোগিতা করতে হবে। বিভিন্ন জায়গায় পানি স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়েছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে পানি চলাচলে সুযোগ করে দিতে হবে। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন দ্রুত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আহমেদুর রব, বিশিষ্ট রাজনীতিবদ ও সমাজসেবী সুমন সিকদার, মামুনুল হক সিকদার, হিরন মিয়া সালেক আহমদ , আশরাফ আহমদ, কামাল, ওলিউর রহমান ননী, জসীম উদ্দিন, শাকিল আহমদ, শওকত আহমদ,মোস্তফা আহমদ,ছুনু মিয়া, রাজন আহমদ প্রমুখ।
সিসিকের বর্ধিত এলাকায় জলাবদ্ধতা পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন

আরও পড়ুন
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুনে নিহত ১
পদ্মা-মেঘনায় ৫০টি বালুবাহী বাল্কহেড জব্দ, আটক শতাধিক