October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 10:24 am

সিসিকের ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :

‘দক্ষ জনশক্তিই পারে উন্নত সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে’ এ প্রত্যয়ে সিলেট সিটি কর্পোরেশন নগরে চালু করেছে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

শনিবার (৩ ডিসেম্বর ২০২২) সকালে নগরের চৌহাট্টা ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কারিগরি প্রশিক্ষণটি উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

স্থানীয় যুবাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আর্ন্তজাতিক সেবা সংস্থা সুইসকন্ট্যাক্ট ও শেভরনের ‘বাংলাদেশ পার্টনারশীপ ইনিশিয়েটিভ-বিপিআই’ এর অধীনে উত্তরণ প্রকল্পে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সক্ষম যুবকদের দক্ষ মানব সম্পদে রূপান্তরে সিলেট সিটি কর্পোরেশন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। এর মধ্যদিয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দিয়ে দক্ষ জনশক্তি তৈরী করতে চায় সিসিক। যাতে বিশ্ব বাজারের দক্ষতার সাথে প্রশিক্ষিতরা নিজেদের উপস্থাপন করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সিসিকের শিক্ষা শাখার প্রধান পরামর্শক অধ্যাপক মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি, পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারী, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এবং শেভরনের প্রতিনিধিবৃন্দ।