জেলা প্রতিনিধি, সিলেট:
ঐতিহাসিক ৭ মার্চ। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে এবার। ২০২১ রাষ্ট্রীয় স্বীকৃতিতে ক-শ্রেণিভুক্ত দিবস হিসেবে দিনটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার। জাতীয়ভাবে গ্রহীত কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশেনেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
সোমবার (৭ মার্চ ২০২২ খ্রি.) সকালে নগরভবন প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারি প্রকৌশলী মো. মোহসিন সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন ১৯৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন।
সরকারি নির্দেশণায় ঐতিহাসিক দিবসটি পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন। দিবসের কর্মসূচী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করা হয় সিসিকের ডিজিটাল ডিসপ্লে গুলোতে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি