October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 16th, 2021, 12:24 pm

সীতকুণ্ড উপকূলে ভেসে এল ৩টি মৃত ডলফিন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে তিনটি স্ত্রী প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। এসব ডলফিনের পেটের দিকের অংশ পচে গিয়েছিল।

বুধবার সন্ধ্যার দিকে জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে মৃত তিনটি ডলফিন দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, তারা সন্ধ্যায় বিষয়টি জেনেছেন। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি।

আজ (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেয়া হবে বলে তিনি জানান।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, তিনটি মৃত ডলফিন উপকূলে ভেসে আসার খবর পেয়েছি। ডলফিনগুলো কেন কীভাবে মারা গেল তার কারণ জানতে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাব। তবে বিবরণ শুনে তার মনে হয়েছে, উজানে কোথাও জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে। সেখান থেকে মৃত অবস্থায় সীতাকুণ্ডের উপকূলে ভেসে আসতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলেও একটি মৃত ডলফিন ভেসে আসে। এনিয়ে সম্প্রতি সীতাকুণ্ডের সাগর উপকুলে মোট ৪টি মৃত ডলফিন ভেসে আসে। ধারণা করা হচ্ছে উজানে কোথাও জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে। সেখান থেকে মৃত অবস্থায় সীতাকুণ্ডের উপকূলে ভেসে আসতে পারে।

–ইউএনবি