চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদের বিশাল কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার উপকরণ জব্দসহ একজনকে আটক করেছে র্যাব। এসব চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের মূল্য আনুমানিক তিন কোটি টাকা।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে মদ তৈরির এ কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ খন্দকার নামে একজনকে আটক করা হয়। এতে কামাল ও মামুন নামে দুজন পালিয়ে যায়।
শনিবার র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে ভাটিয়ারির গভীর পাহাড়ি জঙ্গল এলাকায় অবৈধ চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা ধ্বংস ও ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। অভিযানে একজনকে আটক করা গেলেও বাকি দুজন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হবে। আটক মো. বিদ্যুৎ খন্দকারকে থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে। চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
—ইউএনবি
আরও পড়ুন
বিশিষ্ট সাংবাদিক গাফ্ফার চৌধুরী চিরনিদ্রায় শায়িত
হযরত শাহজালাল (রহ.)এর ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্ত অনুরাগীর ঢল
জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ