October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 23rd, 2023, 8:13 pm

সীতাকুণ্ডে অস্ত্র কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেপ্তার ২

সীতাকুণ্ডের দূর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। বুধবার সকালে র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ এবং অস্ত্র কারখানার মালিকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ২জন হলেন- কারখানা মালিক জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মো. ইমন (২৪)।

এর আগে মঙ্গলবার র‌্যাব গোপন খবরের ভিক্তিতে জেলার সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাগান বাড়ির টিনের দোচালা ঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তা থেকে সদ্য প্রস্তুত করা ৩টি দেশীয় বন্দুক, একটি রাম দা এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক মিডিয়া তাপস কর্মকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গম পাহাড়ের ভেতরে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো জব্দ করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ আসামি জানায় তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় তৈরি করে আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রয় করে আসছে।

স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী গ্রেপ্তার আসামিরা ৭-৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইন সংক্রান্তে ৮টি মামলা রয়েছে।

—-ইউএনবি