চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ওই ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল আলম হৃদয় (১৯) সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আলমগীরের ছেলে। সে বাঁশবাড়িয়া ইউনিয়নে আর জুট মিল জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, হৃদয় ভুক্তভোগী কিশোরীর ছোট ভাইকে আরবি পড়াতেন। এর সূত্র ধরে গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ওই কিশোরীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণ করে হৃদয়। বাড়ি ফেরার পর ওই স্কুলছাত্রী তার মাকে ঘটনাটি জানায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে জানানোর পর কোনও সমাধান না পেয়ে শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী মেয়েটির বাবার করা মামলায় হৃদয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি