October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:28 pm

সুখবর জানালেন মারিয়া নূর

অনলাইন ডেস্ক :

নভেম্বরের শেষ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাচ্ছেন, এই কথাটিবলেছিলেন গেল অক্টোবরে। তবে তখন কারণটি এড়িয়ে গেছেন। তিন মাসের মাথায় এবার জানালেন সেই বিরতির হেতু। বললেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।’ ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে এমনটাই জানান স্পোর্টস অনুষ্ঠান সঞ্চালনায় দেশের সবচেয়ে উজ্জ্বল নাম মারিয়া নূর। খবরটি জানানোর পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি।

যেখানে নতুন মারিয়া নূরকে দেখা গেছে। সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করতে আসছে নতুন অতিথি। বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া নিজেকে নতুন আলোয় দাঁড় করালেন ওয়েব দুনিয়ায়। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো সাড়া পেলেন। এরপর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়ে সাবলীল অভিনেত্রী হিসেবে নিজেকে জানান দেন মারিয়া। সর্বশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেন মারিয়া নূর।