অনলাইন ডেস্ক :
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন মালদ্বীপের রাজধানী মালেতে। সেখানে পৌঁছানোর পর মঙ্গলবার রাতেই সবার করোনা পরীক্ষা হয়েছে। তাতে কোন দুঃসংবাদ মেলেনি। ফল নেগেটিভ এসেছে সবার। তাই বুধবার বিকালেই প্রথম অনুশীলনে নামতে অস্কার ব্রুজনের শিষ্যদের কোন বাধা নেই। সবাই ট্রেনিংয়ে অংশ নেবেন মালের হেনভেইরু মাঠে। ম্যাচের আগে কাল দলগুলোর অফিসিয়াল সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে প্রতিযোগিতার আগে যার যার অবস্থান তুলে ধরবে। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে রাত ১০টায়। ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিকাল ৫টায়, প্রতিপক্ষ ভারত। ৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা