October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 11th, 2023, 8:05 pm

সুখী পরিবারের ছবি দিলেন রাজ

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বিতর্কে থাকতে চান না। তাই ঘরের ভেতরের খবর কোনোভাবেই সাংবাদিকদের কাছে বলতে চান না। শুধু তাই নয়, একেবারে নিজস্ব ঘরোয়া ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসুক এটা কোনোভাবেই কামনা করেন না শরীফুল রাজ। কদিন আগে এমনটাই জানিয়েছিলেন। পরীমনি ও শরীফুল রাজ আলাদা হয়ে যাচ্ছেন- এমন খবর বেরিয়েছিল পত্রিকায়, অনলাইনে। শেষ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয়, এবং জানা যায় দুজনে একত্রে আছেন এবং ভালোই আছেন। রাজ এবার সচিত্র দেখালেন সেটা। পরীমনি ও রাজের একমাত্র সন্তান রাজ্য। এই রাজ্যের কল্যাণেই ভক্তরা দেখতে পেল পরীমনিকে নিয়ে রাজের সুখী পরিবারের ছবি। কেননা রাজ্য আজ পাঁচ মাসে পা দিল। আর এই সৌজন্যেই দেখা গেল ছবিটি। শরীফুল রাজ ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে হাস্যোজ্জ্বল পরিবারের ছবি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পাঁচটি কেক, আর তিনজনের হাসিমুখ। রাজ লিখেছেন, আমার প্রিয় রাজ্যের শুভ ৫ মাস। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি। সঙ্গে লেখা পরিবার। অর্থাৎ ভালোবাসাময় পরিবার- বলতে চাইছেন রাজ। নেটিজেনরা ছবিটি বেশ পছন্দ করেছেন।