November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 2nd, 2024, 7:32 pm

সুনামগঞ্জের ছাতকে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের ৩ জন নিহত

সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২ জানুয়ারি) ১১টায় সকালে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।

জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কবির বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের ৩ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

—-ইউএনবি