October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 7:15 pm

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন কয়েক হাজার বালি-পাথর শ্রমিক। শুক্রবার দুপুর ১২ টায় তাহিরপুর নৌকাঘাট এলাকা থেকে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার শ্রমিক ঝাড়ু হাতে নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন। পরে তারা তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, যাদুকাটা নদীর শ্রমিকদের কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে উপজেলা চেয়ারম্যান বালু মহালটি বন্ধ করে দেয়ার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ করে শ্রমিকদের হয়রানি করে যাচ্ছেন।
এই মহালটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। মহালটি বন্ধ থাকায় দু’টি উপজেলার লক্ষাধিক শ্রমিক দীর্ঘ দুই বছর বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। সম্প্রতি মহালটি চালু হওয়ায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, যাদুকাটা নদীর বালু মহাল বন্ধ করে দেয়ার পাঁয়তারা সফল হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
এ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুস ছাত্তার, আব্দুল জলিল, মনাই মিয়া, আলী হোসেন প্রমুখ।

—ইউএনবি