July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 2nd, 2024, 7:40 pm

সুনামগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০

সুনামগঞ্জে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ এবং একই গ্রামের মৃত নইমুল্লার ছেলে আব্দুল আউয়াল।

এছাড়া এ ঘটনায় উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে।

জানা যায়, শের আলীর লোকজন বিনা অনুমতিতে একটি ঘোড়া আশিক মিয়ার বাড়ির সামনে বেঁধে রাখে। ওই ঘোড়ার লাথিতে আশিকের ছেলে ফরিদ আঘাতপ্রাপ্ত হয়। এতে আশিকের ভাই সাহার আলী, শের আলীকে বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করে।

এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশিকের পক্ষের নূর মোহাম্মদ ও শেরের পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় আহত নূরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠালে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এদিকে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে অপর আহত আব্দুল আউয়ালের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন, এ ঘটনায় এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

—–ইউএনবি