October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 7:27 pm

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জের হালুয়ারগাঁও এলাকায় সিলেটগামী ট্রাক ও সুনামগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো. সইল মিয়া(৫০) জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা।

তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি জগন্নাথপুরে যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের হালুয়াগাঁও এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুইজন যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক পালিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি