October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 7:33 pm

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে রবিবার (১৯ নভেম্বর) বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে রাস্তায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় পুলিশ বিএনপি নেতাদের অগ্রসর হতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের একপর্যায়ে পিকেটাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে তারা পাল্টা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সংঘর্ষ এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের উপর আচমকা হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এসময় পরিস্থিতি শান্ত করতে ফাঁকাগুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের জন্য মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

—-ইউএনবি