October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 1st, 2023, 7:24 pm

সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না: মুখপাত্র

জাতিসংঘ বলেছে, তারা বাংলাদেশের মতো নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করে না এবং সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া তারা খুব কমই তা করে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক ২৯ নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ এসব নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। আমরা করি না… আমরা খুব কমই, খুব কমই একটি নির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া তা করি।’

তিনি বলেন, তারা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছেন।

মুখপাত্র বলেন, ‘জনগণ যাতে অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং কোনো ধরনের হয়রানি মুক্ত হতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট সকল দলের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

—-ইউএনবি