October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 25th, 2022, 8:29 pm

সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি মিছিল!

সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি নিয়ে মিছিল করেছেন স্থানীয়রা। রবিবার বিকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে ব্যতিক্রমী এ মিছিল অনুষ্ঠিত হয়।

গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সহযোগিতায় উপকূলীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম’ ও ‘সিডিও ইয়ুথ টিম’ আয়োজিত এই প্রতীকী মিছিলে সংহতি প্রকাশ করে স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ খালি কলসি নিয়ে অংশ নেন।

এসময় সমবেত নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

এসময় শেখ সিরাজুল ইসলাম বলেন,পানির রাজ্যে খাওয়ার পানি নেই। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।

তিনি আরও বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

—-ইউএনবি