October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 8:30 pm

সুসংবাদ পেলেন রুট

অনলাইন ডেস্ক :

উইজডেনের ২০২১ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। বৃহস্পতিবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের প্রকাশিত ২০২২ সালের সংস্করণ প্রকাশিত হয়। এটা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৯তম সংস্করণ। গত সপ্তাহে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন রুট। নেতৃত্ব ছাড়ার পরের সপ্তাহেই তিনি সুসংবাদ পেলেন। ২০০৪ সাল থেকে লিডিং ক্রিকেটারদের খেতাব দিচ্ছে উইজডেন। ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মানে মনোনীত হলেন রুট। ২০০৫ সালে ইংল্যান্ডের অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ, আর সর্বশেষ দুই বছর সেরার খেতাব পান বেন স্টোকস। গত বছর ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন রুট। ১৫ টেস্টের ২৯ ইনিংসে ছয়টি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে করেন ১৭০৮ রান। দুটি ডাবল সেঞ্চুরিও ছিল। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রহে রুট এখন ইতিহাসের তৃতীয় ব্যাটার। এই তালিকায় সবার ওপরে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। যদিও অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনি ব্যর্থ। ৩১ বছর বয়সী রুটের নেতৃত্বে সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় মাত্র একটি! যে কারণে তাকে নেতৃত্ব ছাড়তে হয়েছে।