June 6, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 13th, 2023, 8:00 pm

সুহানার সাফল্যে গর্বিত শাহরুখ

অনলাইন ডেস্ক :

বলিউড ‘বাদশা’র মেয়ে হিসেবেই সবজায়গায় পরিচিত হয়ে আসছিলেন সুহানা খান। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বলিউডের অন্দরেও চর্চায় রয়েছে সুহানার নাম। যদিও এখনো পর্যন্ত বলিউডে মুক্তি পায়নি তার প্রথম সিনেমা। তবে এর মধ্যেই নিজের ঝুলিতে জমা করলেন জীবনের সাফল্যের স্বাদ। আর তার সাফল্যে একজন গর্বিত বাবার উপাধি নিয়ে নিলেন শাহরুখ খান নিজেই।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসেডর হিসেবে জায়গা করে নিলেন সুহানা খান। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা। তবে, মেয়ের প্রশংসা করার পাশাপাশি, নিজের পিঠও চাপড়ে নিলেন শাহরুখ। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসেডর হওয়ার পরে গত বুধবার প্রথম সংবাদমাধ্যমের সামনে এসেছেন সুহানা খান। সেখানেই প্রথম বার মাইক হাতে বক্তব্য রাখেন সুহানা। লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিলো তাকে।সুহানার এই আত্মবিশ্বাস চোখ এড়ায়নি তার বাবার। ওই অনুষ্ঠান থেকে মেয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করেন শাহরুখ। ভিডিওর আবহে তারই ছবি ‘কাল হো না হো’-র ‘প্রিটি ওম্যান’ গান। সুহানার ভিডিও পোস্ট করে শাহরুখ লেখেন, ‘সুন্দর পোশাক, সুন্দর কথা… খুব ভালো হয়েছে! আর আমি যদি নিজেকেও এর জন্য একটু সৌজন্য দিই, খুব ভালো ভাবে বড় হয়েছ তুমি!’ শাহরুখের লেখায় স্পষ্ট মেয়ের জন্য তার গর্ব। সঙ্গে, মেয়েকে ভালো মানুষ করতে পেরে যে সন্তুষ্ট তিনি, সে কথাও বুঝিয়ে দিয়েছেন বাদশা। বছর কয়েক আগে মাদককা-ে আরিয়ান খানের নাম জড়ানোর পরে প্রশ্ন উঠেছিলো বাবা হিসেবে শাহরুখ খানের ভূমিকা নিয়ে। তখন কোনো সমালোচনার উত্তর দেননি শাহরুখ। সেই ঘটনার কয়েক বছর পরে প্রচারের আলোকবৃত্তে এসেছেন সুহানা ও আরিয়ান দু’জনেই। অতীতের তিক্ততা ভুলে এখন ছেলেমেয়েকে নিয়ে শুধুই গর্বিত বলিউডের বাদশা।