অনলাইন ডেস্ক :
রাশিয়ান হওয়ায় বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন খেলা হচ্ছে না। সেই উইম্বলডন শুরুর আগেই সুখবর পেলেন দানিয়েল মেদভেদেভ। নোভাক জোকোভিচকে টপকে আবারও পুরুষ টেনিস র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। গত ফেব্রুয়ারিতেই প্রথম বার শীর্ষে উঠেছিলেন একটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। কিন্তু অল্প সময়ের ভেতরই হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন জোকোভিচ। তবে বেশিদিন ধরে রাখতে পারলেন। এক ধাক্কায় জোকোভিচ এক থেকে তিনে নেমে গেছেন জোকোভিচ। ১৮ বছরে এবারই প্রথম যে রজার ফেদেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও জোকোভিচের কেউই র্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে নেই। মেদভেদেভের পরের স্থানটা জার্মান তারকা আলেক্সান্ডার জভেরভের। ফ্রেঞ্চ ওপেন জিতে র্যাংকিংয়ের চারে উঠেছেন নাদাল। পাঁচে আছেন ফাইনালে নাদালের কাছে হারা ক্যাসপার রুড। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়া ও বেলারুসের খেলোয়াড়দের উইম্বলডনে নিষিদ্ধ করেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। উইম্বলডন না খেললে অবশ্য র্যাংকিংয়ে ক্ষতি হচ্ছে না মেদভেদেভের। পয়েন্ট না পেলেও, পয়েন্ট হারাতেও হচ্ছে না তাকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা