October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 12th, 2023, 8:18 pm

সেই শিক্ষার্থীর সঙ্গে দেখা করলেন আসিফ

অনলাইন ডেস্ক :

‘সবুজের বুকে লাল’ গানটি ক্লাসের ফাঁকে বসে হাত দিয়ে বেঞ্চ বাজিয়ে বন্ধুদের সঙ্গে গেয়েছিলেন ঢাকা কলেজের দৃষ্টিহীন শিক্ষার্থী সাকিবুল ইসলাম। অন্তর্জালের কল্যাণে নিজের শ্রোতাপ্রিয় এই গানের ভিডিও পৌঁছে যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের কাছে। নিজের ফেসবুকে শেয়ারও করেছিলেন সাকিবুলের গাওয়া সেই গানের ভিডিও। এবার নিজে গিয়ে সেই শিক্ষার্থীর সঙ্গে দেখা করলেন আসিফ। ফেসবুকে সেই ঘটনা শেয়ার করে আসিফ লিখেছেন, ‘ঢাকা কলেজের দৃষ্টিহীন ছাত্র সাকিবুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছি। আল্লাহ তাঁকে দৃষ্টি শক্তি দেননি ঠিকই, তার বদলে দিয়েছেন প্রখর ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা। বিশ তারিখ সাকিবের বিশ বছর পূর্ণ হবে। পাঁচ বছর আগে মা হারিয়েছে। পৃথিবীর সমস্ত প্রতিকূলতা শান্তভাবে মোকাবেলা করার অদ্ভুত শক্তি তার রয়েছে। আমার প্রতিটি কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়েছে ভাবলেশহীন চিত্তে। স্মার্টনেস তার জন্মগত প্রাপ্তি। কখনো কখনো মনে হয়েছে সবকিছু তার মাথায় প্রোগ্রামিং করা। চৌকষ সাকিব অনেক বড় স্বপ্ন শুধু দেখে না, ঐ অধিকারটুকু সে রাখে।’ আসিফ আরও বলেছেন, ‘চারিপাশে হরহামেশা বেহুদা চাণক্য দেখেই যাচ্ছি। সাকিবের সাথে সাক্ষাৎ শেষে মনে হয়েছে অনেকদিন পর একজন স্ট্রং পার্সোনালিটির সাথে মিট করেছি, যার সাথে চলতে পারলে নিজেকেও যথেষ্ট আপগ্রেড করা যাবে। ফেসবুক ব্যবহারের স্বার্থকতা খুঁজে পেয়েছি কিছু হারানো বন্ধু ফিরে পাওয়ার মাধ্যমে, ফ্যানদের সাথে নিজেকে শেয়ার করার মাধ্যমে, সর্বশেষ সাকিবের সাথে পরিচয়ের মাধ্যমে আরও একবার উপকৃত হলাম। শতবার ভেবেছি সময় নষ্ট না করে ফেসবুকের বাইরে চলে যাবো, এ সমস্ত মায়ায় থেকে গেছি।’ স্ট্যাটাসের শেষ অংশে আসিফ বলছেন, ‘সাকিব গান গাইবে, আমার সমস্ত শক্তি আর সমর্থন তাঁর সঙ্গে থাকবে। পড়াশোনায় মেধাবী সাকিব একদিন এই দেশের মানুষের চোখের মনি হয়ে উঠবে ইনশাআল্লাহ্। নিজের দূর্বলতাকে ইতোমধ্যে শক্তিতে রূপান্তরিত করে ফেলেছে সে। যার চোখ দুটো আল্লাহ দেননি সেই ছেলেই গাইছে শকুনের ওপর সতর্ক চোখ রাখার গান, এবার যদি চোখ ওয়ালাদের দেশপ্রেম কিছুটা জাগ্রত হয়। সাকিবের জন্য দোয়া।’ সম্প্রতি ‘শূন্যতা’ নামের একটি গান প্রকাশ হয়েছে আসিফ আকবরের কণ্ঠে।