অনলাইন ডেস্ক :
জাতীয় মহিলা ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়ে আসা গোলাম রাব্বানি ছোটন সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের কোচ হয়ে কাজ শুরু করেছেন। এ মাসেই তিনি কাজ শুরু করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সেনাবাহিনী আগেই জানিয়েছিল তারা মেয়েদের ফুটবল দল গঠন করবে। সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের কোচের দায়িত্ব পালনে ছোটন দুই মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছোটন জাতীয় মহিলা ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।
তার পদত্যাগপত্র গত মঙ্গলবার গৃহিত হয়েছে। এ ছাড়া ছোটন জাতীয় দলে ফিরতে চাইলেও তাকে দায়িত্ব দিতে পারত না বাফুফে। কারণ প্রো-লাইসেন্স ছাড়া জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ হয়ে মাঠে ডাগআউটে দাঁড়ানোর নিময় নেই। টানা ১৭ বছর মেয়েদের ফুটবল নিয়ে কাজ করেছেন এই কোচ।
আরও পড়ুন
ইউএস ওপেনের নতুন রানী হলেন সাবালেঙ্কা
বৃষ্টিতে পরিত্যক্ত হলো নারী দলের ওয়ানডে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মইন আলি