September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 22nd, 2024, 6:35 pm

সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মো: সফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক :

রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ফেসবুক পোস্ট করার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাক দাবিতে শিক্ষার্থীরা মানব বন্ধন, বিক্ষোভ কর্মসূচী ও র‍্যালি পালিত হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি প্রদর্শন, স্বজনপ্রীতি, নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্য এবং আওয়ামী রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজকে জিম্মি করে রাখার অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা।

অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত কলেজের সবাই প্ৰতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম পদত্যাগের দাবিতে রাজধানীর  সেন্ট্রাল উইমেন্স কলেজের ক্যাম্পাস থেকে মতিঝিলের শাপলা চত্তর পর্যন্ত বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচী ও র‍্যালি পালন করে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা