অনলাইন ডেস্ক :
ভারতীয় সিনেমা আমদানি নিয়ে বৈঠকে বসছে শিল্পী সমিতি, পরিচালক সমিতিসহ সংশ্লিষ্ট সমিতিগুলো। আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বিচ্ছিন্নভাবেও আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। শিল্পী সমিতির সামনের বাগানে বেশ কয়েকজন পরিচালক নিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। সন্ধ্যা নামতেই চিত্রগ্রাহক সমিতি থেকে বেরিয়ে এলেই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ। তাকে পাওয়া গেল শিল্পী সমিতির কার্যালয়ে। কিন্তু ভারতীয় সিনেমার আমদানি বিষয়ে কথা বলতে রাজি হননি এ অভিনেত্রী। তার ভাষায়, ‘আমরা আনুষ্ঠানিকভাবে সব জানাব।’ খোঁজ নিয়ে জানা গেছে, দেশে ভারতীয় সিনেমা আমদানির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সমিতিগুলো। প্রাথমিকভাবে হিন্দি সিনেমা আমদানিতে আপত্তি নেই বেশ কয়েকটি সমিতির। এ তো গেল আমদানি নিয়ে। কিন্তু সেন্সর বোর্ডে যেসব সিনেমা আটকে আছে সেগুলোর কী হবে? প্রশ্ন ছিল নিপুণের কাছে। উত্তরে তিনি বলেন, “‘শনিবার বিকেল’ নিয়ে আমরাও কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে আমাদের মিটিং ছিল, তখন ‘শনিবার বিকেল’ নিয়ে কথা তুলেছিলাম। মোস্তফা সরয়ার ফারুকী একজন গুণী নির্মাতা। মুম্বাইয়ে যখন আমাদের গল্পে সিনেমা হয়েছে, কিন্তু আমাদের গল্প আমরা দেখাতে পারছিলাম না, তখনই কিন্তু ‘শনিবার বিকেল’ নিয়ে রিঅ্যাকশন হয়েছে।” নিপুণ আরও বলেন, ‘আমি আরও একটি সিনেমার কথা বলতে পারি, রানা প্লাজা। অনেক দিন ধরে আটকে আছে। এখন মানুষ সিনেমার জন্য অনেক কিছু মেকিং করে, কিন্তু গল্প তো মানুষের জানা উচিত। গল্পগুলো আমাদের দেশের। যাদের সিনেমা আটকে আছে-আমরা আপনাদের পাশে আছি। শিল্পী সমিতির পক্ষ থেকে পূর্ণ সমর্থন আমরা দেব। যে সিনেমাগুলো আটকে আছে, তারা যদি আমাদের কাছে আসেন, সহযোগিতা চান, তাহলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াব তিনি বলেন, ‘কোনো সিনেমা আটকে থাকুক এটা আমাদের কাম্য নয়। আমি চাই সব সিনেমা মুক্তি পাক। হলে আসুক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির লাভ হবে। শিল্পীদের লাভ হবে। সিনেমা আটকে রাখলে কারো লাভ হবে না।’ একই বিষয়ে জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি চাই আমাদের সিনেমা হলে আসুক। আমাদের সংস্কৃতি বেঁচে থাকুক। যেহেতু ‘শনিবার বিকেল’ মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ বাকিগুলো আসবে। আমরা আমাদের দাবির কথা জানাব।” লম্বা সময় ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ‘শনিবার বিকেল’। সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন উদ্যোগের কারণে ছাড়া পায় সিনেমাটি। ‘শনিবার বিকেল’ প্রদর্শনে আপত্তি নেই। ‘শনিবার বিকেল’ ছাড়াও ‘রানা প্লাজা, ‘মেকআপ’, ‘আমার বাইসাইকেল’সহ বেশ কয়েকটি সিনেমা।
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান