October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 15th, 2022, 7:32 pm

সেন্সর ছাড়পত্র পেয়েছে রোশান-মাহি জুটির ‘আশির্বাদ’

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক নতুন সিনেমা বানিয়েছেন। এর নাম ‘আশির্বাদ’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহি। ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজে। মানিক মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘আশির্বাদ’। কাহিনী, চিত্রনাট্য, প্রযোজনা জেনিফার ফেরদৌস আপু।’ ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে ‘আশির্বাদ’ সিনেমাটি। সিনেমার গল্প দেখা যাবে সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপ। রোশান-মাহি ছাড়াও এতে অভিনয় করছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। গেল বছর ছবিটির শুটিং শুরু হয়। জানা গেল, চলতি বছরেই মুক্তি দেয়া হবে ‘আশির্বাদ’।