October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 12th, 2023, 7:40 pm

সেন্সর পেল রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’

অনলাইন ডেস্ক :

‘পদ্মাপুরাণ’ সিনেমা খ্যাত পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান আজ-কালের ভেতর ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাবেন। ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। এ প্রসঙ্গে রাশিদ পালাশ বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা মুক্তি দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবিটি রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিরি প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই। রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।