October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:36 pm

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো ‘রাগী’

অনলাইন ডেস্ক :

তরুণ নির্মাতা মিজানুর রহমান মিজান নির্মাণ করেছেন ‘রাগী’ সিনেমা। শনিবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক মিজানুর রহমান মিজান। ‘রাগী’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবীর চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ, আর এফ রোমিও, লায়ন, ব্রুসলি, তনু পান্ডে, তুহিন চৌধুরী, জিয়া তালুকদার, অন্তরা, কাজী হায়াত, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরু প্রমুখ। এই সিনেমায় প্রথমবার খল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। আশা করছি, সব কাজ ঠিক মতো করতে পারলে রোজার ঈদের পরপরই মুক্তি দিতে পারবো।’