October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 8:35 pm

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৪৪ টাকা

ফাইল ছবি

সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে ১২ টাকা বাড়ানো হয়েছে। আগস্ট মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ৯৪ টাকা ৯৬ পয়সা, যা এখন বেড়ে ১০৭ টাকা ০১ পয়সা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর)বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে।

খুচরা ক্রেতাদের এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডার আগের ১ হাজার ১৪০ টাকার পরিবর্তে ভ্যাটসহ ১ হাজার ২৮৫ টাকায় কিনতে হবে।

অর্থাৎ ১২ কেজি এলপিজির গ্রাহকদের অতিরিক্ত ১৪৪ টাকা খরচ করতে হবে।

আগস্টে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বেড়েছিল ১৪১ টাকা।

বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বিইআরসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দাম একই হারে বাড়বে।

আজ (৩ সেপ্টেম্বর, ২০২৩) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি সিদ্ধান্ত অনুসারে, ‘অটো গ্যাস’ (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও প্রতি লিটারে ৫২ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৫৮ টাকা ৮৭ পয়সা (ভ্যাট সহ) হয়েছে। অর্থাৎ, প্রতি লিটারে ৬ টাকা ৭ পয়সা বেড়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দাম একই থাকবে, কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।

বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এলপিজির দাম বাড়বে।

বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।

—-ইউএনবি