অনলাইন ডেস্ক :
মৌসুমের শুরু থেকেই দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। সেভিয়ার ডাগআউটে হুলেন লোপেতেগির ভবিষ্যৎ নিয়ে তাই অনিশ্চয়তা কেবলই বাড়ছিল। শেষ পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ভরাডুবির পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এই স্প্যানিয়ার্ডকে। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে সেভিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেয় সেভিয়া। ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে লোপেতেগির সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি জানায় লা লিগার ক্লাবটি। তা অবশ্য কেবলই ছিল আনুষ্ঠানিকতা। কারণ ম্যাচ শেষের পরই মুভিস্টার প্লাসকে দেওয়া প্রতিক্রিয়ায় লোপেতেগির কথায় পরিষ্কার হয়ে যায় তার বিদায়ের বিষয়টি। এতদিন সমর্থন দেওয়ার জন্য ক্লাব সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। “সেভিয়ায় আমাকে অসাধারণ সময় উপহার দেওয়ার জন্য সবাইকে এবং খেলোয়াড়দের ধন্যবাদ। এমন একটা দলকে ছেড়ে যেতে হবে, তাই আমি হতাশ। কারণ দলটাকে আমি খুব ভালোবাসি। আমি সেভিয়ার সমর্থকদেরও ধন্যবাদ জানাই।” “আমি এরইমধ্যে খেলোয়াড়দের বিদায় জানিয়েছি। এটা (আমাকে) অসম্মান করা নিয়ে কথা বলার সময় নয়। এই ক্লাবে আমি যা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।” রেকর্ড ছয়বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া এই মৌসুমে একেবারেই ছন্দে নেই, সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে কেবল একটি ম্যাচ। ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লা লিগায় ১৭ নম্বরে আছে তারা। ২০০১ সালে স্পেনের শীর্ষ লিগে ফেরার পর এটাই লিগে তাদের সবচেয়ে বাজে শুরু। ২০২২-২৩ মৌসুমে এখন পযন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে সেভিয়া। ২০২০ সালের অক্টোবরে রিয়ালের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৫৬ বছর বয়সী লোপেতেগি। ২০২০-২১ মৌসুমের শুরুতেই দলটির কোচ করা হয়েছিল তাকে। রিয়ালে সংক্ষিপ্ত ও হতাশাজনক অধ্যায় শেষে কিছুটা বিরতি দিয়ে ২০১৯ সালে সেভিয়ার কোচ হন লোপেতেগি। তার কোচিংয়ে গত মৌসুমে দারুণ খেলেছিল দলটি। লা লিগায় শেষ পর্যন্ত চারে থেকে শেষ করলেও মৌসুমের একটা লম্বা সময় পর্যন্ত চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে শিরোপা লড়াইয়ে ছিল সেভিয়া। বিদায়ী ম্যাচে শেষে আবেগ ধরে রাখতে পারেননি লোপেতেগি। অশ্রুসজল চোখে মাঠ ছাড়েন তিনি। ভক্ত-সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানায়। কোচ নয়, দলের ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ সমর্থকরা প্রশ্ন তুলেছেন ক্লাবের বোর্ডের কার্যকারিতা নিয়ে। বোর্ডের পদত্যাগ করা উচিত বলে তারা মাঠে স্লোগান দেয়। ডর্টমুন্ড ম্যাচের আগে গত বুধবার স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর আসে, আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলিকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়ার ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে। ম্যাচের আগে লোপেতেগি জানতেনও যে তাকে বরখাস্ত করা হবে। সেভিয়ার পরবর্তী ম্যাচে লা লিগায়, আগামী শনিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা