October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 11th, 2022, 8:17 pm

সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল ‘আল হিল্ম’

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ এখন শেষের দিকে। সেমিফাইনালিস্ট চারটি দলও নিশ্চিত হয়ে গেছে। ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। আর পরদিন ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। নক-আউট পর্বের এই তিনটি ম্যাচের জন্য নতুন বল ব্যবহার করা হবে। সেই বলটির নামকরণ করা হয়েছে ‘আল হিল্ম’। চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে। নতুন বল আল হিল্মেও থাকছে আল রিহলার মতো প্রযুক্তি। অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি যুক্ত থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই। ‘আল রিহলা’ শব্দের অর্থ ছিল সফর। আর ‘আল হিল্ম’ শব্দটির অর্থ হলো ‘স্বপ্ন’। এই বল পায়ে কারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। ফ্রান্সের সামনে এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। পিছিয়ে নেই প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো কিংবা গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াও।