October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:26 pm

সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার

অনলাইন ডেস্ক :

প্রথমার্ধে এডিন জিকো ও দ্বিতীয়ার্ধে আলেক্সিস সানচেজের গোলে ইটালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এএস রোমাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের দুই মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন এডিন জিকো। বাঁ দিক থেকে ইভান পেরিসিকের দারুন ক্রস বক্সের ভেতরে বুলেট গতির শটে বল জালে জড়ান এই বসনিয়ান ফরোয়ার্ড। ১৫ মিনিটে তামি আব্রাহামের শট ক্রস বারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি রোমার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রোমা। কিন্তু হোসে মরিনহোর শিষ্যরা দেয়নি কোনো সুযোগ। রোমার ফরোয়ার্ডরাও পারেনি ইন্টারের রক্ষণভাগ ভাঙতে। উলটা গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় রোমা। ৬৮ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে চোখ ধাঁধানো গোলে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন আলেক্সিস সানচেজ। দারমাইনের কাছ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা সামনে এগিয়ে ডান পায়ের মাপা শটে বাম দিকে পোস্টে লক্ষ্যভেদ করেন এই চিলির ফরোয়ার্ড। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি রোমা। সেমিফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে এসি মিলান ও লাজিওর মধ্যেকার জয়ী দল।