চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে সিগন্যালে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল খালেক জানান, নিহত রোহান (১৭) জীবননগর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের রায়হান হোসেনের ছেলে ও দশম শ্রেণির ছাত্র।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার খামার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোহান খুলনাগামী গোয়ালন্দ মেইল ট্রেনের দরজায় দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায়।
রোহানের চাচা সাবেদ আলী জানান, মাথা ও বাম পায়ে গুরুতর জখম নিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা হাসপাতালে নেয়ার পথে রোহানের মৃত্যু হয়।
—ইউএনবি
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত-৩
বাংলাদেশি শিক্ষার্থী ইরফানের মৃত্যুর তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ
সর্বোচ্চ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম