September 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 14th, 2022, 8:36 pm

সেলফি তুলতে তুলতে সমুদ্রে ভেসে গেলেন দুই পর্যটক

অনলাইন ডেস্ক :

হাতের মুঠোয় স্মার্টফোন থাকায় মহামারির মতো ছড়িয়ে পড়েছে সেলফি তোলার প্রবণতা। যেকোনো সময় বিপদ ঘটতে পারে, সেটা জেনেও সেলফি তোলার জন্য একবারও পিছপা হন না সেলফিপ্রেমীরা। আর এমনই এক সেলফি তুলতে গিয়ে সমুদ্রের ঢেউয়ে ভেসে গেলেন একদল পর্যটক। সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর খবরও পাওয়া যায় অহরহ। বিশেষজ্ঞরা বলছেন, সেলফি এখন আর অভ্যাস নয়, এটি একটি মানসিক রোগে পরিণত হয়েছে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, সেলফি তুলতে গিয়ে সমুদ্রের পানিতে ভেসে যান কয়েকজন পর্যটক। টুইটার থেকে শেয়ার হওয়া ২৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, সমুদ্রের বিশাল বড় ঢেউ পাথরের ওপর আছড়ে পড়ছে। সমুদ্রের ঢেউয়ের সেই পানিতে ভেজার লোভ অনেক পর্যটক সামলাতে পারেননি। উত্তাল সমুদ্রের ধারে পিচ্ছিল পাথুরে পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের সেই ঢেউ উপভোগ করতে ব্যস্ত ছিলেন এক দল পর্যটক। কেউ আছড়ে পড়া ঢেউয়ে নিজেদের ভিজিয়ে নিচ্ছেন, কেউ আবার সমুদ্রের বিশাল ঢেউকে ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে সেই দৃশ্য ক্যামেরাবন্দিতে ব্যস্ত ছিলেন। কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত। কিন্তু হঠাৎই বিশাল একটি ঢেউ আছড়ে পড়তেই পাথরের ওপর ছিটকে পড়লেন বেশ কয়েকজন। এরপর আছড়ে পড়া সেই ঢেউয়ের গতি সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে যায় ২ পর্যটককে। তারা মিলিয়ে যান সমুদ্রের সাদা ফেনার অন্তরালে।ভিডিওটি দেখে অনেকেই আঁতকে উঠছেন। একটু আগেই যেখানে পার্টি চলছিল, সেখানেই আর্তনাদের শব্দ ভেসে ওঠে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদনে জানা গেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ঘটনাটি ঘটেছে ওমানের একটি সৈকতে। এ ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সবসময় সতর্ক থাকা প্রয়োজন।