October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 8:34 pm

সোনাগাজীতে মার্কেট ও ব্রীজ উদ্বোধন করলেন মাসুদ চৌধুরী এমপি

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর সোনাগাজীর ওলামা বাজারে ‘গ্রামীন বাজার অকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন’ ৪ তলা বিশিষ্ট বহুতল মার্কেট ভবন ও চরমজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর উপর নির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী হাসান আলী, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন খান ও চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।