October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 8:21 pm

সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার (২রা জুন) এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেছেন, গত বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শরীরে মারাত্মক কোনো উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়াকে ডেকেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বুধবার নোটিশ পাঠানো হয়েছে তাকে। আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকে বুধবার পৃথক নোটিশ পাঠিয়েছিল ইডি। বৃহস্পতিবার (২রা জুন) তাকে ইডি’র দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে হাজির হননি। সূত্র : আনন্দবাজার