December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 8:05 pm

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক :

কোভিডজনিত জটিলতার কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে। রোববার (১২ জুন) দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সুর্যেওয়ালা এক টুইটে জানান, সোনিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সুর্যেওয়ালা টুইটারে লিখেছেন, কোভিডজনিত কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে রোববার (১২ জুন) গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। কংগ্রেসের সব নারী-পুরুষ এবং শুভাকাক্সক্ষীদের প্রতি ধন্যবাদ তাদের উদ্বেগ ও শুভকামনার জন্য। ২ জুন কংগ্রেস নেত্রী করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হন। অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদে হাজির হতে আরও সময় চেয়েছেন তিনি। ভারতে আর্থিক অপরাধের তদন্তে নিয়োজিত ইডির কর্মকর্তারা জানান, কংগ্রেস সভাপতি নতুন সমন জারি করা হয়েছে। এতে তাকে ২৩ জুন জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে। এর আগে ৮ জুন তাকে ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। ইডির পক্ষ থেকে সোনিয়ার গান্ধীর ছেলে ও সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকেও ১৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে। কংগ্রেস নেতারা এর আগে দাবি করেছেন, সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে হাজির হবেন ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে।