September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 17th, 2023, 8:19 pm

সোমবারের বদলে মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি

ফাইল ছবি

বিএনপির পূর্ব ঘোষিত সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে দলটি।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবা্দ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে সোমবারের সকাল-সন্ধ্যার হরতাল এ দিনের পরিবর্তে মঙ্গলবার পালিত হবে সারা দেশে।

২৯ অক্টোবরের পর থেকে এটি হবে বিরোধী দলের চতুর্থ দফার হরতাল। এর আগে এগারো দফায় অবরোধ পালন করেছে দলটি।

কুয়েতের ক্ষমতাসীন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তিন বছরের রাজত্বের পর শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

—–ইউএনবি